২ ফেব্রুয়ারি মোনঘর খেলার মাঠে মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভেনা: শ্রদ্ধালংকার মহাথের মহোদয়ের সভাপতিত্বে মোনঘর আবাসিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৩ ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জটিল বিহারী চাকমা।
উক্ত অনুষ্ঠানে ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনের মাননীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি, মহোদেয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল । কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, মোনঘর কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভেনা: বুদ্ধদত্ত মহাথের, সংস্থার নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা ও অভিভাবক প্রতিনিধি শীলভদ্র চাকমা।
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে/এ জীবন পুণ্য করো দহন-দানে’ গানের সুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচের মাধ্যমে নবীণ বরণ শুরু করা হয়। পুরাতন শিক্ষার্থীরা ফুল ও প্রজ্জ্বলিত মোমবাতি বিনিময়ের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। উল্লেখ্য, চলতি বছরে আবাসিক ও অনাবাসিক মিলে মোট ২৩৪ জন নতুন শিক্ষার্থী মোনঘর আবাসিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
নবীন বরনের পাশাপাশি ২০২৩ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী লেখাপড়া ও বিভিন্ন সহপাঠ্ক্রমিক কার্যক্রমে প্রতিভার স্বাক্ষর রেখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।