সভাপতির বাণী

সম্মানিত শিক্ষক, অংশীজন ও অভিভাবকমন্ডলী,

আমার মৈত্রীপূর্ণ শুভেচ্ছা গ্রহণ করুন।

পার্বত্য চট্টগ্রামের অনন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোনঘর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় অসংখ্য শিশু অনাথ, অসহায় ও ছিন্নমূল হয়ে পড়ে। সেই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার অব্যবহিত পরে একটি আর্তপীড়িত মানবতার সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে মোনঘর প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মোনঘরের অন্যতম লক্ষ্য হলো দুঃস্থ, অনাথ ও অসহায় শিশুদের নিরাপদ আশ্রয় ও শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে আত্মপ্রত্যয়ী ও যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা।

মোনঘরের সংবিধানে বর্ণিত লক্ষ্য-উদ্দেশ্য পরিপূরণের লক্ষ্যে দুঃস্থ, অনাথ ও অসহায় শিশুদের সাধারণ শিক্ষা প্রদানের জন্যে ১৯৮০ সালে মোনঘর আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১৯৮২ সালে এটি সরকারি স্বীকৃতি লাভ করে । ১৯৮৫ সাল হতে মোনঘর আবাসিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশগ্রহণ করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মোনঘর আবাসিক বিদ্যালয় তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান)-র মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে মোনঘর আবাসিক বিদ্যালয় বরাবরই সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। এই বিদ্যালয়ে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকা থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রী শিক্ষালাভ করার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে অনেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। মাধ্যমিক স্তর পার হয়ে এসব শিক্ষার্থীর একটা বড় অংশ উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে না। কারণ, শিক্ষার্থীর সংখ্যার তুলনায় উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অপ্রতুল। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আবাসিক সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম বা নেই বললে চলে। এ প্রেক্ষাপটে উচ্চ শিক্ষার গুরুত্ব বিবেচনায় নিয়ে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসরণ করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দুর্গম পার্বত্য এলাকার অনেক অদম্য মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার পথ সুগম হবে বলে বিশ্বাস করি।

বলা হয়ে থাকে, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। সুশিক্ষিত জাতি পেতে হলে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমেই গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এই লক্ষ্য অর্জনের লক্ষ্যে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়ন প্রক্রিয়ায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। সবার অংশগ্রহণে একটি প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠানে হিসেবে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই কামনা করছি।

মোনঘর ও ‘মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ চিরজীবী হোক।

সব্বে সত্তা সুখিতা ভবন্ত

জগতের সকল প্রাণি সুখী হোক

 

 

শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের

সভাপতি
গভর্নিং বডি, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

রাঙ্গাপানি, রাঙ্গামাটি-৪৫০০, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

মোবাইল নাম্বার: ০১৫৫৬৭০২১২৯