নিয়ম ও প্রবিধান

ছাত্র / ছাত্রীদের প্রতি নির্দেশনাবলী

  • অবশ্যই নিম্ন বর্ণিত স্কুল ড্রেস পরিধান করে স্কুলে আসতে হবে 
    • ছেলেদের জন্য কালো প্যান্ট ও হালকা হলুদ শার্ট এবং শার্ট প্যান্ট এ ইন করা থাকতে হবে
    • মেয়েদের জন্য সাদা সালোয়ার, ডিপ সবুজ রঙের কামিজ ও সাদা ওড়না
  • অবশ্যই সকাল ১০টার মধ্যে স্কুলে আসতে হবে

অভিভাবকদের প্রতি নির্দেশনাবলী

  • আপনার সন্তান নিয়মিত স্কুলে আসছে কিনা তা প্রতিদিন খোঁজ রাখবেন
  • তার স্কুল ডায়রি প্রতিদিন দেখবেন
  • সঠিক সময়ে স্কুলের বেতন পরিশোধ করবেন

শিক্ষকদের জন্য নিয়ম-কানুন

  • স্কুলের ভালো ফলাফলের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে সদা সর্বদা সজাগ থাকতে হবে।
  • ক্লাশে কোনোভাবেই দেরি করা যাবে না। স্কুলের পড়া অবশ্যই স্কুলে আদায় করা সকল শিক্ষকের নৈতিক দায়িত্ব।
  • শ্রেণী পাঠদান কাজে পাঠপরিকল্পনা ও শিক্ষা উপকরণ যথাযথ ব্যবহার বাধ্যতামূলক
  • কাজের সুবিধার্থে ডায়েরী ব্যবহার বাধ্যতামুলক
  • সহ-পাঠক্রমিক কার্য্যক্রমে বাধতামুলক অংশগ্রহন

কর্মচারীদের জন্য নিয়ম-কানুন

  • কোনো শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সাথে কোনোক্রমেই অশালীন বা মনে কষ্ট পাবে এমন কোনো ব্যবহার করা যাবে না। যথাসম্ভব যার যার দ্বায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করতে হবে।
  • মনে রাখতে হবে স্কুলের সর্বক্ষেত্রে অবদানের জন্য কর্মচারীদের অবদান কোনো অংশেই কম নয়। সুতরাং স্কুলের পরিবেশ শান্তিপূর্ণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আপনাদের দায়িত্ব আরো বেশি করে পালন করতে হবে।