প্রাক্তন প্রতিষ্ঠান প্রধানের বাণী- জটিল বিহারী চাকমা

সম্মানিত অভিভাবকবৃন্দ,

মোনঘর ও মোনঘর আবাসিক বিদ্যালয় এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছ নিবেন।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের অনন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোনঘরের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮২ সালে সরকারী স্বীকৃতি লাভের পর ১৯৮৫ সাল থেকে বিদ্যালয় হতে ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় (মাধ্যমিক) অংশ গ্রহণ করে আসছে। আপনারা জেনে খুশি হবেন, বিদ্যালয় থেকে এসএসসি (মাধ্যমিক) পাস করার পর  মোনঘরের আর্থিক সহযোগিতায় উচ্চ শিক্ষা লাভ করে অনেক ছাত্র-ছাত্রী দেশে-বিদেশে, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশের ও জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই মোনঘরের লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে মোনঘর আবাসিক বিদ্যালয়টি বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার সুবিধা বিঞ্চত  বিভিন্ন ভাষাভাষি ক্ষুদ্র জাতিসত্তাসমূহের শিশুদের জন্য এক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) সকল ক্ষুদ্র জাতিসত্তার শিশুরা অধ্যয়ন করছে।আবাসিক ও অনাবাসিক মিলে বর্তমানে ১,১৩৪ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে।

বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে বিভিন্ন সুবিধা সম্বলিত এই ওয়েবসাইটটি খোলা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য যেমন, পরীক্ষার ফলাফল, বার্ষিক ছুটি, ক্লাশ রুটিন, পরীক্ষার রুটিন, বার্ষিক কর্মপরিকল্পনা ইত্যাদি তথ্য পাবেন। প্রয়োজনে প্রয়োজনীয় তথ্যাবলী ওয়েবসাইট থেকে নামিয়ে নিতে পারবেন। এর পাশাপাশি আপনার সন্তানের  কোন বিষয়ে জানতে বিদ্যালয়ের অফিসে/শ্রেণি শিক্ষকের সাথেও যোগাযোগ করতে পারবেন।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীকে একটি গ্রামের (গ্লোবাল ভিলেজ) সাথে তুলনা করা হয়। তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সহজে তথ্য পাওয়া যায়। একই সাথে সারা বিশ্ব আজ প্রতিযোগিতাপূর্ণও বটে।প্রতিযোগাগিতার মাধ্যমেই আমাদের সবাইকে টিকে থাকতে হবে।এই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে আত্মপ্রত্যয়ী, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখানে আমাদের শিক্ষকদের যেমন দায়িত্ব আছে, তেমনি অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তাই আসুন আমরা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-অংশীজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য সবাই মিলেই আমাদের শিশুদেরকে দেশের এক একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে একসাথে কাজ করি।

আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের মঙ্গল কামনা করছি।

শুভেচ্ছাসহ

জটিল বিহারী চাকমা

প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)

মোনঘর আবাসিক বিদ্যালয়

রাঙ্গাপানি, রাঙ্গামাটি-৪৫০০, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
ফোন: +০০৮৮-০৩৫১-৬১৯১৮
মোবাইল নাম্বার: ০১৫৩৩৭১৮৬৮০