৮ সেপ্টেম্বর ২০২৪, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের স্কাউটস-এর “দীক্ষা অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী’২৩” অনুষ্ঠিত হয়। দীক্ষা অনুষ্ঠানটি স্কুলের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, উডব্যাজার ও জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
দীক্ষা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৈরিকা চাকমা, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও স্থানীয় কমিশনার গার্লস গাইড এসোসিয়েশন, রাঙ্গামাটি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ অশোক কুমার চাকমা, উপাধ্যক্ষ অরূপন বিকাশ বড়ুয়া ও উপাধ্যক্ষ (একাডেমিক) জটিল বিহারী চাকমা।
দীক্ষা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন রাঙামাটি জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বিজন কুমার দে।
দীক্ষা অনুষ্ঠান শেষে মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ভেনা: শ্রদ্ধালংকার মহাথের মহোদয়ের সভাপতিত্বে স্কুলের হলরুমে ‘বার্ষিক পুরস্কার বিতরণী’২৩’ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া, বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজ্ঞানমেলাসহ সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী বিজয়ী হয়েছে, তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা জিমি ত্রিপুরা ও সহকারী শিক্ষিকা বিজয়া চাকমা।