নিউজ / ইভেন্ট

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

২২ জুন ২০২২, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিশির কান্তি চাকমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে মোনঘর আবাসিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো বিদায়ী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিশির কান্তি চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে নতুন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে বাবু জটিল বিহারী চাকমাকে বরণ করে নেওয়া হয়। মোনঘর কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শ্রীমৎ বুদ্ধদত্ত মহাথের ফুলের তোড়া দিয়ে নব নিযুক্ত প্রধান শিক্ষককে বরণ করে নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক অরুপম বিকাশ বড়ুয়া। তিনি বিদায়ী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিশির কান্তি চাকমাকে অত্যন্ত দক্ষ, যুক্তিবাদী ও কর্তব্যনিষ্ঠ শিক্ষক হিসেবে অভিহিত করে বলেন তিনি ব্যক্তিগতভাবে তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছেন। শিক্ষকতার ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমাও বক্তব্য রাখেন।


বিদায়ী প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমা বলেন, অন্য কোথাও চাকরি না করে মোনঘর আবাসিক বিদ্যালয়ে যোগদান করেছিলেন, তার একটি কারণ ছিলো এখানে কাজের ক্ষেত্র ও কাজের পরিবেশ। তিনি এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা একান্ত আবশ্যক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল হয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মোনঘর আবাসিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কাজ করতে গিয়ে তিনি সহকর্মী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও মোনঘর প্রশাসনের সহযোগিতা পেয়েছিলেন। সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তাঁর বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি নিয়ম অনুসারে শিশির কান্তি চাকমা ১৬ জুন থেকে অবসর গ্রহণ করেন। এ প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে জটিল বিহারী চাকমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পন করা হয়।
বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।