৫ অক্টোবর ২০২৩, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জটিল বিহারী চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারে আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয়’। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জিমি ত্রিপুরার সঞ্চালনায় মূল আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরুপন বিকাশ বড়ুয়া, সিনিয়র শিক্ষক বাতায়ন চাকমা ও সহকারী শিক্ষক জেভিয়াস চাকমা।
বক্তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, বিশ্বের প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করে প্রতিবছর এ দিবসটি ১৯৯৫ সাল থেকে উদযাপন করা হচ্ছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বিশ্বের সকল সদস্য রাষ্ট্রে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সহকারী প্রধান শিক্ষক অরূপন বিকাশ বড়ুয়া বলেন, বর্তমানে শিক্ষার যে কারিকুলাম চালু করা হয়েছে, সেটা ‘শিক্ষার পরিবর্তন’ আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ। যদি শিক্ষা জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষার মেরুদন্ড হচ্ছেন একজন শিক্ষক। শিক্ষার মেরুদন্ড হিসেবে একজন শিক্ষককে আপাদমস্তক শিক্ষক হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
বক্তারা আরো বলেন, মোনঘর আবাসিক বিদ্যালয় একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং মিলনক্ষেত্রও বটে। কেননা, তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন জনগোষ্ঠির ছাত্র-ছাত্রী এ বিদ্যালয়ে পড়তে আসে। তাদের প্রত্যেককে প্রত্যেক জাতিসত্তার যোগ্য প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে হবে এবং সেটা করতে পারার মধ্যেই এ বিদ্যালয়ের শিক্ষকদের সফলতা নিহিত রয়েছে।
তার সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মহোদয় বিশ্বের সকল শিক্ষকের প্রতি শুভেচ্ছো জানান। মোনঘর আবাসিক বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অনুরোধ জানান।