বিদ্যালয়ের অবকাঠামো
বিদ্যালয়ের অবকাঠামো
-
একাডেমিক ভবন-১: এটি ১৮ কক্ষ বিশিষ্ট দ্বিতল একাডেমিক ভবন, এই ভবনে আরো আছে ১টি, লাইব্রেরী কক্ষ ১টি, শিক্ষক মিলনায়তন ১টি, অফিস সহকারী-২টি, সভাপতির অফিস কক্ষ এবং অন্য বাকীগুলো শ্রেণি কক্ষ ।
-
একাডেমিক ভবন-২: এই ভবনের নাম ডগলাস এ ’’ক্যাম্পবেল’’ একাডেমিক ভবন। এটি ১৫ কক্ষবিশিষ্ট ৩য় তলা ভবন। এই ভবনে প্রধান শিক্ষক কক্ষ ১টি, শিক্ষক মিলনায়তন কক্ষ ১টি, অফিস সহকারী কক্ষ ১টি, কনফারেন্স কক্ষ ১টি এবং অন্য বাকীগুলো শ্রেণি কক্ষ।
-
একাডেমিক ভবন-৩: বিজ্ঞানাগার কক্ষ সহ নির্মানাধীন রয়েছে।
ছাত্রাবাস
-
ছাত্রাবাস- ৮ টি, করুনা ভবন, প্রজ্ঞা ভবন, সিদ্ধার্থ ভবন, দীপ্তি ভবন, সুহৃদ ভবন-১, সুহৃদ ভবন-২, শান্তি ভবন, কৃষ্ণ কিশোর ভবন।
ছাত্রীনিবাস
-
ছাত্রীনিবাস-১টি: এটি ৩য় তলাবিশিষ্ট, বিশাখা ভবন।