মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

২০২১ সালে মোনঘর আবাসিক বিদ্যালয়ে বই বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৪ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 1234 বার

প্রতি বছরের ন্যায় ২০২১ সালে মোনঘর আবাসিক বিদ্যালয়ে বই উৎসব হলেও এবারে পরিস্থিতি তেমন উৎসাহ উদ্দীপনায় হয়নি। বিগত মার্চ ২০২০ থেকে করোনা পরিস্থিতির কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সীমিতভাবে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা। সেই সাথে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাগন।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট