মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

মোনঘর পরিবারের পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সহকারি প্রধান শিক্ষককে নির্বাহী পরিচালকের উঞ্চ অভিনন্দন

প্রকাশিত হয়েছে: ৩১ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 945 বার

পূর্বতন প্রধান শিক্ষক বাবু ঝিমিত ঝিমিত চাকমা গত ২ জানুয়ারি ২০২৩ তারিখে চাকরির মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন। তাঁর অবসর গ্রহণের পর মোনঘর আবাসিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বাবু শিশির কান্তি চাকমাকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব অর্পন করা হয়।এদিকে একাডেমিক কার্যক্রমসহ বিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্তমূলে সিনিয়র শিক্ষক বাবু অরূপন বিকাশ বড়ুয়াকে সহকারি প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়।


আশা করি নব নিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সহকারি প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের কার্যক্রম আরো গতিশীল হবে এবং সার্বিকভাবে শিক্ষার মান আরো বাড়বে। মোনঘর আবাসিক বিদ্যালয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনাগত দিনগুলোতেও তার সুনাম অক্ষুন্ন রাখতে সক্ষম হবে।
মোনঘর পরিবারের পক্ষ থেকে তাঁদেরকে উঞ্চ অভিনন্দন জানাচ্ছি।

অশোক কুমার চাকমা
নির্বাহী পরিচালক
মোনঘর

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট