মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

মোনঘর আবাসিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ২০২২ ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৩ উদযাপন

প্রকাশিত হয়েছে: ০৯ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 843 বার

৬ মার্চ ২০২৩ মোনঘর আবাসিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ ২০২২ ও নবীনবরণ ২০২৩ অনুষ্ঠান মোনঘর ক্যাম্পাসে দীপ্তি ভবন মাঠে আয়োজন করা হয় । এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনঘরে অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান মোনঘর সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের এবং বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি জয়শান্ত বিকাশ বড়–য়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

 

জাতীয় সংগীত ও মোনঘর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর অতিথিদের সম্মানে উপস্থাপন করা হয় মনোজ্ঞ ডিসপ্লে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মাধ্যমে একাডেমিক পুরস্কার ও চাকমা ভাষার কৃতিত্বে জন্য পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখা ও সহপাঠক্রমিক কার্যক্রমে বিশেষ কৃতিত্ব বিবেচনা করে নিন্মোক্ত  বৃত্তি প্রদান করা হয়-

১.            ড. আর এস দেওয়ান স্মারক বৃত্তি ও ২ জন শিক্ষার্থী (১ জন ছাত্র ও ১ জন ছাত্রী)

২.           সুপ্রভাত স্মারক বৃত্তি ২ জন ছাত্রী (এই বৃত্তি ছাত্রীদের জন্য সংরক্ষিত)

৩.           মোনঘর’৯৩ ব্যাচ বৃত্তি ৩ জন ছাত্রী

৪.           পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩-এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করার জন্য বিদ্যালয়ের বিতার্কিত দল ও মেন্টরকে শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়।

 

শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে ২০২৩ সালের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এতে পুরাতন শিক্ষার্থীরা ফুল ও প্রজ্জলিত মোমবাতি দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়। এ সময় বেজে উঠে রবি ঠাকুরের “আগুনের পরশমনি ছোঁয়া ও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন-দানে” গানটি।

এর আগে অনুষ্ঠানের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন মোনঘর-এর নির্বাহী পরিচালক আশোক কুমার চাকমা। তিনি বলেন, পাহাড়ে মোনঘর বিগত ৫০ বছর ধরে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। কেবল রাঙ্গামাটি  জেলা নয়, তিন পার্বত্য জেলায় প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন জাতিসত্তার ছেলে-মেয়েরা পড়ালেখা করছে। তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধির ব্যাপারে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদসহ সরকারের সুদৃষ্টি কামনা করেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সভাপতি জয়শান্ত বিকাশ বড়ুয়া। তিনি মোনঘরের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীরা যেন মনোযোগ দিয়ে পড়াশুনা করে শিক্ষার আলোর আলোকিত হয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোনঘরের সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথেরো।

প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, মোনঘর পার্বত্য অঞ্চলের সম্পদ শিক্ষার আলো প্রসারে পথ প্রদর্শক এবং প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের এক উদাহরণ। তিনি আরো বলেন কেবল চেয়ারম্যান হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে তিনি সবসময় মোনঘরের পাশে থাকবেন। ভূমিধস রোধ করার লক্ষ্যে আগামী অর্থবছরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও ধারণ দেয়াল নির্মাণের লক্ষ্যে বাজেটের বরাদ্ধ রাখার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমা। সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে দিনের আয়োজন সমাপ্ত হয়।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট