মোনঘরকে ‘এ সেন্টার অব এক্সসিলেন্স’ হিসেবে গড়ে তোলার আহবান
প্রকাশিত হয়েছে: ৩১ অগাস্ট ২০১৯ | পড়া হয়েছে 1581 বার
২৮ আগস্ট ২০১৯, বুধবার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) মাননীয় চেয়ারম্যান মি. নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি, মোনঘর আবাসিক বিদ্যালয়ের নব নির্মিত ৩-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। তাঁর উদ্বোধনী ভাষণে তিনি “মোনঘরকে একটি উৎকর্ষ সাধনের কেন্দ্র” (এ সেন্টার অব একসিলেন্স) হিসেবে গড়ে তুলতে মোনঘরের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলীর প্রতি আহবান জানান। এক্ষেত্রে তিনি পাচউবো-এর পক্ষ থেকে সীমিত সামর্থ্যের মধ্যেও মোনঘর আবাসিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন।
পাচউবো-এর চেয়ারম্যান আরো বলেন, “মোনঘর ইতোমধ্যে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। এখান থেকে পাস করে অনেকে দেশে বিদেশে ভালো অবস্থায় আছে”। ভবিষ্যতেও যাতে এর সুনাম ও মর্যাদা অক্ষুন্ন থাকে সেই ব্যাপারে সচেষ্ট থাকতে তিনি মোনঘরের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলীর দৃষ্টি আকর্ষণ করেন।
একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (পরিকল্পনা), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড; ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, প্রতিষ্ঠাতা সদস্য, মোনঘর; ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর; ঝিমিত ঝিমিত চাকমা, প্রধান শিক্ষক, মোনঘর আবাসিক বিদ্যালয়; মি. মংছেনলাইন রাখাইন, উপ-সচিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ও জনাব খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।
পাচউবো-এর অর্থায়নে তিন তলা বিশিষ্ট ‘এল’ আকৃতির একাডেমিক ভবনের ২য় পর্যায়ে উত্তর-দক্ষিণ বরাবর ১০৫ ফুট দীর্ঘ একাডেমিক ভবন সম্পন্ন করা হয়েছে। মোট ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথিকে মোনঘর শিশুসদনের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে বরণ করে। এরপর প্রধান অতিথি ফিতা কেটে ও ফলকের মোড়ক উন্মোচন করে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। মোড়ক উন্মোচনের পরে ভদন্ত শ্রদ্ধালংকার মহোদয়ের নেতৃত্বে সার্বজনীন মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রততম সময়ের মধ্যে সম্পন্ন হওয়ায় পাউচবো-এর চেয়ারম্যান ও বোর্ডের প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, শ্রেণি কক্ষের সংকটের কারণে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছিলো। পাচউবো-এর সদয় দৃষ্টি ও সহযোগিতায় এই একাডেমিক ভবনটি সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শ্রেণি কক্ষের সংকটের স্থায়ী সমাধান হয়েছে।
মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের তাঁর বক্তব্যে বলেন, মোনঘরের অবকাঠামো উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। শুরুর দিকে বিদ্যালয়ের ঘর বাঁশ ও বেড়ার ছিলো। সেই কাঁচা বিদ্যালয় ঘরকে প্রথম পাকা ভবন হিসেবে নির্মাণ করে দিয়েছিলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের পাচউবো-এর চেয়ারম্যানসহ একাডেমিক ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট সবার জীবনে মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।
মন্তব্য...
আরো নিউজ ও ইভেন্ট
- বিশ্ব শিক্ষক দিবস পালিত
- অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
- জাতীয় শোক দিবস উদযাপিত
- বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান
- স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে
- ১লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ বর্ষ বরণ উৎসব
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩
- কানাডিয়ান হাইকমিশনারের মোনঘর আবাসিক বিদ্যালয় পরিদর্শন
- মোনঘর আবাসিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ২০২২ ও নবীনবরণ অনুষ্ঠান ২০২৩ উদযাপন
- মোনঘর পরিবারের পক্ষ থেকে নব নিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সহকারি প্রধান শিক্ষককে নির্বাহী পরিচালকের উঞ্চ অভিনন্দন
- পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩-এ মোনঘর আবাসিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
- ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২১’-এ জেলা পর্যায়ে মোনঘর আবাসিক বিদ্যালয়ের ৫টি পুরস্কার অর্জন
- গণিত জানলে বিজ্ঞানের দুয়ার খোলে
- মোনঘর আবাসিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপিত
- একুশে পদক ২০২২-এ ভূষিত হওয়ায় মোনঘরের প্রতিষ্ঠাতা সদ্ধর্মাদিত্য শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথের ভান্তেকে শ্রদ্ধাভিনন্দন
- বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও ভাষা প্রতিযোগ ২০২১ শুরু
- বিদায়ী জেলা প্রশাসক জনাব একেএম মামুনুর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ২০২১ সালে মোনঘর আবাসিক বিদ্যালয়ে বই বিতরণ
- “প্রাথমিক পর্যায়ে গণিত শিখন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”