মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

বিদায়ী জেলা প্রশাসক জনাব একেএম মামুনুর রশিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 1288 বার

মোনঘর আবাসিক বিদ্যালয়ের পক্ষ থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিদায়ী জেলা প্রশাসক জনাব এ কে এম মামুনুর রশিদকে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সংবর্ধনা দেওয়া হয়। মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমা। মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিদায়ী জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ তাঁর বিদায়ী বক্তৃতায় মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, মোনঘর কেবল রাঙ্গামাটি পার্বত্য জেলা নয়, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার শিশুদের মধ্যে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিদায়ী জেলা প্রশাসক বলেন, শিক্ষা জীবনে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করতে পারাটা সৌভাগ্যের বিষয়। যারা মোনঘর আবাসিক বিদ্যালয়ে আবাসিক হিসেবে পড়ালেখা করার সুযোগ পেয়েছে তাদেরকে ‘অত্যন্ত সৌভাগ্যবান’ হিসেবে অভিহিত করেন। মোনঘরের সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবন গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
বিদায়ী জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক হিসেবে গত ২০১৮ সালের ৬ মার্চ তারিখে যোগদান করেছিলেন। সম্প্রতি তাঁর বদলীর আদেশ হয়েছে।
তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক হিসেবে না থাকলেও ভবিষ্যতে মোনঘরের জন্য তাঁর পক্ষে কোন কিছু করা সম্ভব হলে তাঁর সাথে নিঃসংকোচে যে কোন সময় যোগাযোগ করার জন্য মোনঘর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট