মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও ভাষা প্রতিযোগ ২০২১ শুরু

প্রকাশিত হয়েছে: ২৪ নভেম্বর ২০২১ | পড়া হয়েছে 1161 বার

১৬ নভেম্বর ২০২১ তারিখে “গণিত ও বিজ্ঞান ভীতি দূর করি, উন্নত আগামীর স্বপ্ন দেখি” – এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোনঘর আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে ৩দিন ব্যাপী ’বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড ও ভাষা প্রতিযোগ ২০২১’ শুরু হয়েছে। বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঝিমিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরুপন বিকাশ বড়ুয়া।

অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান ও গণিত শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রতিযোগিতার যুগ। এই যুগে যোগ্যতমরাই টিকে থাকবে। তাই আধুনিক প্রতিযোগিতা বিশ্বে টিকে থাকার জন্য ছাত্র-ছাত্রীদের গণিত ও বিজ্ঞান পড়া ও অনুশীলন করার আহবান জানান। তিনি আরো বলেন, যেহেতু পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্ত্বাসমূহের মাতৃভাষা বাংলা নয়, সেহেতু শিক্ষার্থীদের আরো একটু পরিশ্রমী হয়ে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার উপর যেমন দক্ষতা বাড়াতে হবে, তেমনি আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজী ভাষার উপরও দক্ষতা বাড়াতে হবে।

মোনঘরের নির্বাহী পরিচালক তাঁর বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর শিক্ষার চাহিদা বিবেচনায় নিয়ে মোনঘর আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। এই লক্ষ্যকে সামনে রেখে এই বিজ্ঞান মেলা, গণিত উৎসব ও ভাষা প্রতিযোগ-এর আয়োজন করা হয়েছে। তিনি জানান, মোনঘর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, প্রতি বছর মোনঘর আবাসিক বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে এ ধরনের বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে করে  বিজ্ঞান ও গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরী হবে। পাশাপাশি প্রচলিত সাধারণ ধারনা ও ভীতিও দূর হবে। তিনি আরো বলেন, বিজ্ঞান ও গণিত শিক্ষা এগিয়ে নিতে এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান, গণিত ও ভাষা ক্লাবসমূহ সক্রিয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পসমূহ পরিদর্শন করেন। বিজ্ঞান প্রকল্পের উপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদেরকে উৎসাহ প্রদান করেন।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট