মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩-এ মোনঘর আবাসিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে: ৩১ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 1488 বার

৩১ জানুয়ারি ব্রাকের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত ‘পার্বত্য বিতর্ক উৎসব ২০২৩’-এর গ্র্যান্ডফাইনাল রাউন্ডে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে মোনঘর আবাসিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো: “সফলতা অর্জনের জন্য দরিদ্রতা বড় অন্তরায় নয়।” মোনঘর আবাসিক বিদ্যালয়ের বিতার্কিক দল এই প্রতিপাদ্য বিষয়ের বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে। মোনঘর আবাসিক বিদ্যালয়ের বিতার্কিক দলের নেতা সুজাতা চাকমা।
গ্র্যান্ডফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুরে উশৈসিং। বিতর্ক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, পরিচালক, ডিবেট ফর ডেমোক্রেসি।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট