মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২১’-এ জেলা পর্যায়ে মোনঘর আবাসিক বিদ্যালয়ের ৫টি পুরস্কার অর্জন

প্রকাশিত হয়েছে: ২৫ মে ২০২২ | পড়া হয়েছে 1065 বার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১’-এর রাঙ্গামাটি জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২৪ মে অনুষ্ঠিত হয়ে গেলো। উক্ত প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে অংশগ্রহণ করে মোনঘর আবাসিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ৫টি পুরস্কার অর্জন করে।
উপস্থিত বক্তৃতায় সুজাতা চাকমা(১০ম শ্রেণি) ৩য়, সাধারণ জ্ঞানে তুষার কান্তি তঞ্চঙ্গ্যা (৮ম শ্রেণি) ১ম, উচ্চ লাফে মনিকা চাকমা (৬ষ্ঠ শ্রেণি) তয়, বিজ্ঞান প্রকল্পে খ গ্রুপে তানঝাং চাকমা(৮ম শ্রেণি) ১ম এবং গ গ্রুপে সতং দেওয়ান(৯ম শ্রেণি) ২য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী তুষার কান্তি তঞ্চঙ্গ্যা ও তানঝাং চাকমা আগামী ২৮ মে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংগ্রহণ করবে।
বিজয়ীদের মোনঘরের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট