মোনঘর আবাসিক বিদ্যালয়

স্থাপিত: ১৯৮০ খ্রিঃ. EIIN: 107792, Institute Code: 0410031301
ঠিকানা-রাঙ্গাপানি, রাঙ্গামাটি, ফোন : 0351-61043, ই-মেইল : info@mors.edu.bd

গণিত জানলে বিজ্ঞানের দুয়ার খোলে

প্রকাশিত হয়েছে: ০২ মার্চ ২০২২ | পড়া হয়েছে 1384 বার

‘ছাত্র জীবনে সবারই কম বেশি গণিতের প্রতি ভীতি থাকে। কিন্তু গণিত জানলে বিজ্ঞানের দুয়ার খোলে।’ মোনঘর আবাসিক বিদ্যালয়ের ‘বিজ্ঞান মেলা ও গণিত উৎসব ২০২২’-এ উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

“আর নয় গণিত ও বিজ্ঞানকে ভয়, করবো আমরা স্বপ্নকে জয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোনঘর আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে ২-৩ মার্চ দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও গণিত উৎসব আজ শুরু হয়। ‌‌

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির কান্তি চাকমার সভাপতিত্বে মোনঘর আবাসিক বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোনঘরের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের ও মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণিত শিক্ষক জটিল বিহারী চাকমা। তিনি বলেন, বিজ্ঞান মেলা ও গণিত উৎসব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। তারা উৎসাহভরে বিজ্ঞান মেলা ও গণিত উৎসবে অংশগ্রহণ করছে।

মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা বিজ্ঞান মেলা ও গণিত উৎসবের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, তিন পার্বত্য জেলার প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন জাতিসত্ত্বার ছেলেমেয়েরা মোনঘর আবাসিক বিদ্যালয়ে ভর্তি হতে আসে। এসব শিক্ষার্থীর একটা বড় অংশ কাংখিত প্রান্তিক যোগ্যতা অর্জন না করে প্রাথমিক শিক্ষা শেষ করে। বিশেষ করে ভাষাগত দক্ষতা (বাংলা ও ইংরেজি), গণিত ও বিজ্ঞান – এই তিনটি মৌলিক বিষয়ে কোন শিক্ষার্থী কাংখিত প্রান্তিক যোগ্যতা অর্জন করতে না পারলে সে শিক্ষার উচ্চস্তরে গিয়ে নানা সমস্যার মুখোমুখী হয়। তাদের মধ্যে গণিত ও বিজ্ঞান ভীতি থাকে, স্কুল পালানোর প্রবণতা দেখা যায়। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে মোনঘর কর্তৃপক্ষ আগামীতে বিজ্ঞান ও গণিত শিক্ষা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছে। এরই অংশ হিসেবে গত বছর থেকে নিয়মিতভাবে বিদ্যালয়ের উদ্যোগে বিজ্ঞান মেলা ও গণিত উৎসবের আয়োজন করা হচ্ছে বলে নির্বাহী পরিচালক প্রধান অতিথিকে অবহিত করেন।

প্রধান অতিথি অংসুই প্রু চৌধুরী বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে বিজ্ঞান মেলা ও গণিত উৎসব আয়োজনের জন্য মোনঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সবার উদ্যোগে এভাবে বিজ্ঞান মেলা ও গণিত উৎসবের আয়োজন করা হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিত ভীতি দূর হবে। মোনঘর আবাসিক বিদ্যালয়ের এরকম মহৎ উদ্যোগের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সব সময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদে শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন। তাদের উপস্থাপিত প্রকল্পের উপর তাদের নানা প্রশ্ন করেন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন দলে শিক্ষার্থীরা মোট ১২টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। তাদের উপস্থাপিত প্রকল্পের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানীর উদপাদন ও সাশ্রয় ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও জল বিদ্যূৎ উৎপাদন ইত্যাদি।

‘বিজ্ঞান মেলা ও গণিত উৎসব ২০২২’ আয়োজনে শিক্ষকমন্ডলীর পক্ষে সার্বিকভাবে সমন্বয় ও সহযোগিতা প্রদান করছেন বিজ্ঞান শিক্ষক নীর মনি চাকমা ও গণিত শিক্ষক জিমি ত্রিপুরা।

মন্তব্য...

comments

আরো নিউজ ও ইভেন্ট